ধলঘাট বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট আয়োজিত বাংলার বিপ্লবীদের ইতিহাসের শিখড়ের সন্ধানে তরুণ সদস্যদের নিয়ে চলমান বিপ্লব তীর্থ পরিক্রমার অংশ হিসেবে গতকাল শনিবার সকালে নগরীর পাহাড়তলী ইউরোপীয়ান ক্লাবে প্রীতিলতার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে ইউরোপিয়ান ক্লাবের সামনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্ত্তী। আরো বক্তব্য রাখেন উত্তরাধিকারের পক্ষে দেবাশীষ দাশ, শৈবাল বড়ুয়া, প্রীতিলতা ট্রাস্টের ট্রাস্টি মো. আলী, রঘুনাথ চক্রবর্ত্তী, কৃষ্ণা চক্রবর্ত্তী, আজীবন সদস্য জয়নাল আবেদীন, কাজল নন্দী, তারেকেশ্বর দস্তিদার স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, অধ্যাপক ভগীরত দে, উজ্জ্বল চৌধুরী, শিক্ষক মঞ্জু রায়, কৃষ্ণা দে, সুলতানা রাজিয়া, সুমি নাথ প্রমুখ।
এছাড়াও সভায় বিপ্লবী দলের তরুন সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বীরকন্যা প্রীতিলতার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ইউরোপীয়ান ক্লাব প্রীতিলতা স্মৃতি জাদুঘর হিসেবে সংরক্ষণ এবং সবার জন্য উন্মুক্ত রাখতে রেলওয়ে কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।












