খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি, বিএনপির ইফতারের স্থান পরিবর্তন

| শনিবার , ৮ এপ্রিল, ২০২৩ at ৪:৫২ অপরাহ্ণ

খাগড়াছড়ির কেন্দ্রীয় বাস টার্মিনালে ১৪৪ ধারা জারি করায় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিলের স্থান পরিবর্তন করে খাগড়াছড়ি শহরের কলাবাগানে সরিয়ে নেয়া হয়েছে। আজ শনিবার ভোর থেকে কলাবাগানে নতুন করে চলছে মঞ্চ তৈরির কাজ। অপর দিকে বাস টার্মিনাল এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

জেলা শহরের চারটি স্থানের জন্য আবেদন করেও অনুমতি না পেয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ব্যক্তি মালিকানা জায়গায় ইফতার মাহফিলের প্রস্তুতি নেয় বিএনপি। তার পাশেই জাতীয় শ্রমিক লীগ পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে, এতে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় জেলা প্রশাসন কেন্দ্রীয় বাস টার্মিনাল ও তার আশপাশ এলাকায় শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে।

শনিবার ভোরে জেলা বিএনপি স্থান পরিবর্তন করে শহরের কলাবাগান এলাকায় ইফতার মাহফিল করার সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক নিপু আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ২০ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসবাইকে ভোটে আনার দায়িত্ব সরকারের নয়, ইসির : তথ্যমন্ত্রী