জলতরঙ্গ

স্মরণিকা চৌধুরী | শনিবার , ৮ এপ্রিল, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

জল তরঙ্গে বাজনা বাজে

বাটির মাঝে জল

নেংটি ইঁদুর খুঁজে বেড়ায়

পায়না কোনো তল।

বাজনা শুনে কাছে এলো

চড়ুই পাখির ছানা

চোখ তাড়িয়ে দেখতে পেলো

দুটো মোটর দানা।

শালিক পাখি গান ধরলো

বাজনাতালে তালে

কা কা করে কাকের দল

আসলো বেসামালে।

বাক বাকুম পায়রাগুলো

উড়ে এসে কয়

দু’চারটে দিন বাজনা বাজুক

মনে রেখো না ভয়।

জল তরঙ্গে বাজলো এবার

হাজার গানের সুর

মুগ্ধ হয়ে সবাই শুনে

দু:খ গেলো দূর।

পূর্ববর্তী নিবন্ধপ্রাকৃতিক সৌন্দর্যই যেন অভিশাপের কারণ না হয়
পরবর্তী নিবন্ধপ্রবর্তক সংঘ এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অবিস্মরণীয় এক নাম