জল তরঙ্গে বাজনা বাজে
বাটির মাঝে জল
নেংটি ইঁদুর খুঁজে বেড়ায়
পায়না কোনো তল।
বাজনা শুনে কাছে এলো
চড়ুই পাখির ছানা
চোখ তাড়িয়ে দেখতে পেলো
দুটো মোটর দানা।
শালিক পাখি গান ধরলো
বাজনা–তালে তালে
কা কা করে কাকের দল
আসলো বেসামালে।
বাক বাকুম পায়রাগুলো
উড়ে এসে কয়
দু’চারটে দিন বাজনা বাজুক
মনে রেখো না ভয়।
জল তরঙ্গে বাজলো এবার
হাজার গানের সুর
মুগ্ধ হয়ে সবাই শুনে
দু:খ গেলো দূর।