তিন দিন পর মারা গেল মা হারা মেয়েটি

সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কা

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ৮ এপ্রিল, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনার তিনদিন পর সানজিদা আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে গত মঙ্গলবার দুপুরে কোচিং থেকে বাসায় ফেরার পথে উপজেলার বাড়বকুণ্ড এসকেএম গেট এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় সানজিদা।

সিসিসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের এ শিক্ষার্থী উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আলী চৌধুরী পাড়ার দিনমজুর সরোয়ার উদ্দিন বাবুলের মেয়ে। তার দুই মেয়ের মধ্যে সে বড়। অসুস্থতাজনিত কারণে ছয় বছর আগে মাকে হারায় দুইবোন।

বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলাম বলেন, গত মঙ্গলবার ঢাকাচট্টগ্রাম মহাসড়কের এসকেএম জুট মিল এলাকায় ঢাকামুখী লেনে সংস্কার কাজ চলছিল। ফলে চট্টগ্রামমুখী লেন দিয়ে উভয় দিকের গাড়ি চলাচল করছিল। ওই দিন বেলা ১টার দিকে সানজিদা তার বিদ্যালয়ের বিশেষ কোচিং থেকে বাড়ি ফেরার সময় এসকেএম গেট এলাকায় গাড়ি থেকে নামে। এরপর মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সানজিদাসহ দুই ছাত্রী আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করায়। তার মাথায় গুরুতর জখম হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল ভোরে সে মারা যায়।

সিসিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার দে বলেন, সানজিদা খুব মেধাবী ছাত্রী ছিল। তার মৃত্যুতে স্কুলের শিক্ষকশিক্ষার্থী সবাই শোকে মুহ্যমান হয়ে পড়েছে। তিনি ছাত্রীর মৃত্যুর জন্য ট্রাক চালকের পাশাপাশি সওজের দায়িত্বহীনতাকে দায়ী করেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাহাদাত হোসেন বলেন, নিহত ছাত্রীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজিলাপি তৈরিতে হাইড্রোজ, জরিমানা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় আ. লীগের কমিটিতে বিস্ফোরক মামলার আসামি