রেল স্টেশন ফাঁকা, অনলাইনেই বিক্রি

ঈদের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন

আজাদী প্রতিবেদন | শনিবার , ৮ এপ্রিল, ২০২৩ at ৫:২০ পূর্বাহ্ণ

ঈদের অগ্রিম টিকিট বিক্রির গতকাল প্রথম দিনে চট্টগ্রাম রেল স্টেশনে অন্যান্য বছরের সেই চিরাচরিত কোনও ভিড় ছিল না। গতকাল চট্টগ্রাম রেল স্টেশন ছিল একেবারেই ফাঁকা। কারণ এবার ঈদের ৫দিন অগ্রিম টিকিটের শতভাগ দেয়া হচ্ছে অনলাইনে। কাউন্টারে কোনও টিকিট বিক্রি করা হচ্ছে না। এই কারণে অন্যান্য বছরের মতো ঈদের অগ্রিম টিকিটের জন্য এবার কোনও ভিড়ই ছিল না স্টেশনে।

চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী আজাদীকে বলেন, অনলাইনে শতভাগ টিকিট বিক্রি করার কারণে স্টেশনে আগের মতো ভীড় নেই। ৫দিন চলবে টিকিট বিক্রি। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল থেকে। ঈদে ৫দিনে চট্টগ্রাম থেকে ১০টি আন্তঃনগর, মেইল এবং স্পেশাল ট্রেনে অতিরিক্ত বগি মিলে প্রতিদিন প্রায় ১২ হাজারের মতো টিকিট বিক্রি করা হবে। শুধুমাত্র ১০টি আন্তঃনগর ট্রেনের সাড়ে ৭ হাজার টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। শুক্রবার (৭এপ্রিল) সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়, যা চলবে ৫দিন। এবার ঈদে ট্রেনের টিকিট পেতে যাত্রীদের ভোগান্তি দূর করতেই অনলাইনে শতভাগ টিকিট বিক্রির উদ্যোগ নিয়েছে রেলওয়ে। পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে মোট সাতটি বিশেষ ট্রেন চলাচল করবে। গতবার এ সংখ্যা ছিল পাঁচ। এসব ট্রেনে আসন রয়েছে ২ হাজার ৪০০টি। এছাড়া দাঁড়িয়েও যাওয়ার সুযোগ থাকে। তবে ছাদে যাত্রা নিষিদ্ধ। অন্যান্য মেইল ট্রেন ও স্পেশাল ট্রেনের টিকিট কাউন্টারে বিক্রি হবে। এছাড়াও ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে শোভন শ্রেণীর (নন এসি) মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট (স্ট্যান্ডিং) যাত্রার দিন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

পূর্বাঞ্চলের সাতটি বিশেষ ট্রেনের মধ্যে একটি ট্রেন চলবে চাঁদপুরসিলেট রুটে। আরেকটি চলবে চট্টগ্রামময়মনসিংহ রুটে। এই দুটি রুটে আগে কখনো ঈদের সময় বিশেষ ট্রেন চলাচল করেনি।

গতকাল শুক্রবার বিক্রি হয়েছে ১৭ এপ্রিলের টিকিট, ৮ এপ্রিল বিক্রি হবে ১৮ এপ্রিলের টিকিট, ৯ এপ্রিল বিক্রি হবে ১৯ এপ্রিলের টিকিট, ১০ এপ্রিল বিক্রি হবে ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রি হবে ২১ এপ্রিলের টিকিট।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের ফিরতি টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। ১৫ এপ্রিল বিক্রি হবে ২৫ এপ্রিলের, ১৬ এপ্রিল বিক্রি হবে ২৬ এপ্রিলের, ১৭ এপ্রিল বিক্রি হবে ২৭ এপ্রিলের, ১৮ এপ্রিল বিক্রি হবে ২৮ এপ্রিলের, ১৯ এপ্রিল বিক্রি হবে ২৯ এপ্রিলের এবং ২০ এপ্রিল বিক্রি হবে ৩০ এপ্রিলের ফিরতি টিকিট।

পূর্ববর্তী নিবন্ধঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
পরবর্তী নিবন্ধ৫৫ দিন আগে অভিযানের পরও বন্ধ হয়নি সেই পাহাড় কাটা