ব্যবসার নামে লোক ঠকানো বন্ধ করতে হবে

সাতকানিয়ায় এএসপি মো. শিবলী নোমান

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ৭ এপ্রিল, ২০২৩ at ১০:১৪ অপরাহ্ণ

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান বলেছেন, “ব্যবসার নামে লোক ঠকানো বন্ধ করতে হবে। ওজনে কম দেয়া, জেলিযুক্ত চিংড়ি বিক্রি, অক্সিজেনসহ নানা রকম কেমিক্যাল মিশিয়ে মাছকে দীর্ঘক্ষণ জীবিত রাখা, গরুর কলিজায় আলাদাভাবে রক্ত প্রবেশ করানো এবং বাসি মাংসে রক্ত মিশিয়ে তাজা দেখানো মারাত্মক অপরাধ। এগুলো ধর্মীয়ভাবে যেমন পাপ তেমনি প্রচলিত আইনেও শাস্তিযোগ্য অপরাধ। আগামীতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে অবশ্যই আইনের আওতায় আনা হবে।”

তিনি আজ শুক্রবার (৭ এপ্রিল) সাতকানিয়ার কেরানীহাট কাঁচা বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “ব্যবসায়ীদেরকে অন্যায়ভাবে কেউ হয়রানি করলে কাউকে ছাড় দেয়া হবে না। বাজারে এসে দোকান দখল-বেদখল ও মাদক বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাতের সভাপতিত্বে ও কাঁচা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ওসমান গনির সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওচমান আলী, সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সুকান্ত বিকাশ ধর, কেরানীহাট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মাস্টার মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সাংবাদিক মনজুর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুরুচ্ছফা, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেলিম ও পরিচালক মো. ছবুর।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে সাংবাদিকের ওপর হামলার আসামীসহ গ্রেফতার ৭
পরবর্তী নিবন্ধদুই জঙ্গির স্ত্রী গ্রেফতার