চন্দনাইশে পাহাড় কাটার বিরুদ্ধে প্রতিবেদন করায় সাংবাদিক আয়ুব মিয়াজী (৩২)’র ওপর হামলার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত বুধবার বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কস্থ উপজেলার দোহাজারী পৌরসদরে এ মানববন্ধনে দক্ষিণ চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএমএসএফ দক্ষিণ জেলার সভাপতি আবদুল হাকিম রানা, প্রথম আলো প্রতিনিধি আবদুর রাজ্জাক, চন্দনাইশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, টিভি জার্নালিস্ট
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, মাও. মোজাহেরুল কাদের, সৈয়দ আক্কাস উদ্দিন, সাইফুল ইসলাম, শহীদুল ইসলাম, মিনহাজ বাঙ্গালী, সৈকত দাশ ইমন, এম এ হামিদ, হাজী শহীদুল ইসলাম, মাঈন উদ্দিন, আরফাত হোসেন, ভোক্তাধিকার বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার আহ্বায়ক মো. জাবের বিন রহমান, ব্যবসায়ী মোহাম্মদ মাহাদু, চন্দনাইশ হকার সমিতির সভাপতি নুরুল আমিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে প্রতিবেদন করায় দিন দুপুরে একজন গণমাধ্যম কর্মীকে তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে মারধর করে গুরুত্বর আহত করে। পুলিশের নিকট তথ্য প্রমাণ ও ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও আসামিদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতৃবৃন্দরা।