রাউজান পৌরসভায় মাদরাসা শিক্ষার্থীদের হামদ-নাত ক্বেরাত প্রতিযোগিতা

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ৭ এপ্রিল, ২০২৩ at ১২:১৬ অপরাহ্ণ

পবিত্র মাহে রমজানের ১২ তম দিবসে রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদনাত ও ক্বেরাত প্রতিযোগিতা গত ৫ এপ্রিল পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের

 

সভাপতি কাজী আব্দুল ওহাব। বিচারক মন্ডলী ছিলেন অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী, মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সিদ্দিকী, অধ্যক্ষ আব্দুল মন্নান চৌধুরী, মাওলানা সৈয়দ মোহাম্মদ এহসান কাদের। আরফানুল ইসলাম আবিরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ ছাবের হোসেন,

মোহাম্মদ আসিফ, মোহাম্মদ নাছির উদ্দিন। প্রতিযোগিতায় রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা, রাউজান মহিলা আলিম মাদ্রাসা, শাহনগর, সাপলঙ্গা, দলিলাবাদ,মিঠাপুকুর পাড় হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীরা অংশগ্রহন করে। ৩টি ক্যাটাগরিতে বিভক্ত ৫০ জন ছাত্র ছাত্রীদের মধ্যে ১৫জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষনা করা হয়। পরে পৌরসভার পক্ষ থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

পূর্ববর্তী নিবন্ধদ্বীনের সঠিক মর্মবাণী তুলে ধরতেন আল্লামা আমিনুল ইসলাম হাশেমী
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগংয়ের সভা ও ইফতার সামগ্রী বিতরণ