নগরীর আরেফিন নগর এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মহিমা আক্তার (৮) নামের এক শিশু চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আরেফিন নগরের নীলগিরি আবাসিক এলাকার মঈনুদ্দিনের মেয়ে নিহত মহিমা স্থানীয় সুলতানুল আরেফিন বিদ্যানিকেতন স্কুলের ২য় শ্রেণীর শিক্ষার্থী। স্কুলের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, সকালের দিকে ওই শিশুটি রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতির প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। সাথে সাথেই মেয়েটি ছিটকে পরে গুরুতর আহত হয়।
পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে যান স্কুলের শিক্ষক মো. আলমগীর। তিনি বলেন, স্কুলের সামনেই ঘটনা। খবর পেয়ে ছুটে গিয়ে দেখি আমাদের স্কুলের ছাত্রী মহিমা রাস্তার উপর পরে আছে। কোলে নিয়ে চমেক হাসপাতালে ছুটে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ৫ম তলার ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। সেখানেই দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি মারা যায়।