মাদকাসক্ত ভাগ্নের ছুরিকাঘাতে আহত হলেন ছাত্রলীগ নেতা মইনুল হাসান শিমূল। গতকাল বৃহস্পতিবার ইফতারের পর এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূরুল আলম আশেক। তিনি বলেন, রাত সাড়ে সাতটার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এসআই নূরুল আলম আশেক জানান, যতদূর জেনেছি, মাদক কেনার টাকার জন্য আহত শিমূলের ভাগ্নে তার মাকে মারধর করছিল শুনে শিমূল তার বোনের বাসায় গিয়ে ভাগ্নেকে শাসন করেন। এসময় ক্ষিপ্ত হয়ে শিমূলের ভাগ্নে তার মামাকে ছুরিকাঘাত করে।