মস্কো চলচ্চিত্র উৎসবে জয়ার ‘পেয়ারার সুবাস’

| শুক্রবার , ৭ এপ্রিল, ২০২৩ at ১১:৪৬ পূর্বাহ্ণ

মস্কো চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে চমক দেখিয়েছিল বাংলাদেশের সিনেমা ‘আদিম’। মূল বিভাগে প্রতিযোগিতা ছাড়াও নির্মাতা যুবরাজ শামীম জিতে নেন নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড। এবার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫ তম আসরের প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’।

যার ইংরেজি নাম ‘দ্য সেন্ট অব সিন’। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েব সাইট ও ফেসবুক পেজ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। মূল প্রতিযোগিতা বিভাগে ‘পেয়ারার সুবাস’সহ মোট ১২টি সিনেমার নাম ঘোষণা করে উৎসব কর্তৃপক্ষ। বাংলাদেশ ছাড়াও এ বিভাগে আছে ফ্রান্স, রাশিয়া, আর্জেন্টিনা, চীন ও জাপানের সিনেমা।

আসছে ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসর। উৎসব চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশফিক তুহিনের নতুন গান
পরবর্তী নিবন্ধ১০০ কাপড়ের দামে বঙ্গবাজারের পোড়া জামা কিনলেন মিম