ঢাকার বঙ্গবাজার ও আশপাশের বিপণিবিতানে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির ‘হাত’ আছে কি না, তা তদন্তের প্রয়োজনীয়তা অনুভব করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়িয়ে, বিএনপি ও ফখরুল ইসলাম আলমগীর সরকারের ওপর দোষ চাপাচ্ছে। বঙ্গবাজারসহ অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না, আন্দোলনের ব্যর্থ হয়ে এই ঘটনা ঘটাচ্ছে কি না, তা আমরা খতিয়ে দেখছি এবং তা তদন্ত করা দরকার। যারা আজকে মায়া কান্না করেন, আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার দিকে নজর দিয়েছে কি না, তা তদন্ত করা দরকার।’ খবর বিডিনিউজের।
গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকার আজিমপুর কলোনি মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন কাদের। আগুনে ব্যবসায়ীরা যেমন নিঃস্ব হয়ে পড়েছেন, তেমনই নিম্ন আয়ের ক্রেতারাও দুশ্চিন্তায় পড়েছেন বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, কঠিন সময়ে, পবিত্র ঈদের প্রস্তুতি লগ্নে বঙ্গবাজারে যে দুঃখজনক মর্মান্তিক ঘটনা ঘটেছে যেখানে অনেক মানুষের স্বপ্ন পুড়ে গেছে। অনেক মানুষের অনেক আকাঙ্ক্ষার মৃত্যু হয়েছে।











