হামলা ও কাজে বাধা দেওয়ায় ৩০০ জনের নামে মামলা, গ্রেপ্তার তিন

বঙ্গবাজারে আগুন

| শুক্রবার , ৭ এপ্রিল, ২০২৩ at ১১:০৩ পূর্বাহ্ণ

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বংশাল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ভিডিও দেখে ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা কেউ ব্যবসায়ী নন, উৎসুক জনতা যারা হামলায় অংশ নিয়েছিল। সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়েছে। খবর বাংলানিউজের।

ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন জানান, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অগ্নিনির্বাপনের সময় ফায়ার সার্ভিসের সদর দপ্তর ও সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে পুলিশের ওপরও হামলা করা হয়।

এদিকে অগ্নিকাণ্ডের সময় কাজে বাধা, সদস্যদের ওপর হামলা ও সদর দপ্তরে ভাঙচুরের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক মামলা দায়েরের কথা রয়েছে। বৃহস্পতিবার বংশাল থানায় ফায়ার সার্ভিস মামলা দায়ের করবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৬০০ গ্রামের প্যাকেটে বিস্কুট ৫০০ গ্রাম
পরবর্তী নিবন্ধত্রাণ দেয়ার কথা বলে প্রতারণা, চক্রের মূল হোতা গ্রেপ্তার