চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৫নং ওয়ার্ডে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের সময় একটি স্ক্যাভেটর ও দু’টি ডাম্পার ট্রাক আটক ও জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে পৌরসভার এ এলাকায় শহীদ উল্লাহ নামে এক ব্যক্তি সমতল জমির মাটি কেটে পুকুর করলে তাতে চার পাশে পুকুর পাড় না দিয়ে মাটিগুলো অবৈধভাবে বিক্রি ও পরিবহনের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এই সময় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের সময় একটি স্ক্যাভেটর ও দু’টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়।
জব্দকৃত ১টি ডাম্পার ও ১টি স্ক্যাভেটর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোজিয়া সুলতানা রুজির জিম্মায় দেওয়া হয় এবং অপর ডাম্পারটি উপজেলার জিম্মায় নেওয়া হয়।
পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর রোজিয়া সুলতানা রুজি বলেন, “খবর নিয়ে জানতে পেয়েছি শহীদ উল্লাহ নামে এক ব্যক্তি পাহাড় থেকে নেমে আসা জমির উপরের মাটিগুলো বিক্রি করছে। দীর্ঘ সময় ধরে পাহাড়ি ধানী জমির উপরের মাটিগুলো নানা অজুহাতে বিক্রি করে আসার অভিযোগে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে একটি স্ক্যাভেটর ও দু’টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়।”
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, “যেকোনো অনিয়ন ও অবৈধ দখল বন্ধে প্রশাসন তৎপর। তারই ধারাবাহিকতায় পৌরসভার ৫নং ওয়ার্ডে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনকালে একটি স্ক্যাভেটর ও দু’টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়।”
প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।