হাটহাজারীতে চোরাই গরু সহ মো. জসিম উদ্দিন (৩২) ও মো. সাইফুল ইসলাম (১৬) নামে দুই গরু চোরকে আটক করেছে স্থানীয়রা।
গতকাল বুধবার দিবাগত রাতে ৪নং গুমানমদ্দর্ন ইউনিয়নের উত্তর গুমানমদ্দর্নস্থ কদল চৌধুরী বাড়ী থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, ঘটনার দিন দিবাগত রাতে উপজেলার ৪নং গুমান মদ্দর্ন ইউনিয়নের উত্তর গুমান মদ্দর্নস্থ কদল চৌধুরী বাড়ীর মোহাম্মদ মহসিন চৌধুরীর বসতঘর সংলগ্ন গোয়াল ঘর থেকে ১টি গরু চুরি করে পালানোর সময় ৩নং মির্জাপুর ইউপির ১নং ওয়ার্ডের মির্জাপুর খলিফা পাড়ার মৃত রফিক উদ্দিনের পুত্র মো. জসিম উদ্দিন এবং ৪নং গুমানমদ্দর্ন ইউপির ২নং ওয়ার্ডস্থ কদল বাড়ীর শওকত হোসেনের পুত্র মো. সাইফুল ইসলামকে আটক করে স্থানীয়রা।
এসময় তাদের কাছ থেকে আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের চোরাইকৃত একটি গরু উদ্ধার এবং চোরাইকাজে ব্যবহৃত একটি পিকআপ আটক করে স্থানীয়রা।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা আটক দুই চোরকে পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাদেরসহ আটক করা পিকআপটি জব্দ করে হাটহাজারী মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় মোহাম্মদ মহসিন চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. রায়হান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে জানান, উদ্ধার করা গরুটি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে মালিকের হাতে তুলে দেয়া হয়েছে। চুরির কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।