চবি সাংবাদিক সমিতির ইফতার মাহফিল

| বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

চবি সাংবাদিক সমিতির ইফতার মাহফিল ও আলোচনা সভা গতকাল বিকেল ৫টায় নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।

চবি সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব এ রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমাম ইমুর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, চবি প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার, চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন, ছাত্রলীগ চবি শাখার সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু, ছাত্রদল চবি শাখার যুগ্ম সম্পাদক ইয়াছিন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা সাবেক সভাপতি ড. মো. শহীদুল হক। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সমিতির অর্থ, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান।

উপাচার্য তাঁর বক্তব্যে চবি সাংবাদিক সমিতির সদস্যবৃন্দসহ উপস্থিত সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকরা হলেন জাতির বিবেক আর সংবাদপত্র হলো সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের মন জয় করার জন্য উপাচার্য সাংবাদিকদের পরামর্শ দেন। তিনি আরও বলেন, সমাজে বা রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অধিকতর সচেতন থাকতে হবে। তিনি চবি সাংবাদিক সমিতির সদস্যদেরকে তাদের লেখনীর মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্জনগুলো তুলে ধরার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে শক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ
পরবর্তী নিবন্ধআ. লীগ ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে বলে ফখরুলদের বক্তব্য টিভিতে দেখা যায়