সরকার কোথাও ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছে না : ফখরুল

| বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার দায়িত্বজ্ঞানহীন সরকার। কোথাও ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছে না। সরকার একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তিনি বলেন, বঙ্গবাজার অগ্নিকাণ্ডে হাজার কোটি টাকা কাপড় পুড়ে গেছে। কিছুদিন আগেও সিদ্দিক বাজারে অগ্নিকাণ্ডে ২২ জন নিহত হলেন। মানুষকে কীভাবে এসব দুর্ঘটনা থেকে রক্ষা করা যায়, তার কোনো পরিকল্পনা সরকারের নেই। সড়কপথও যেন মৃত্যুকূপ। প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় লোক মারা যাচ্ছে। খবর বাংলানিউজের।

গতকাল বুধবার মালিবাগ স্কাই সিটিতে ১২ দলীয় জোট আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকার সংবিধান লঙ্ঘন করে একের পর এক বেআইনি কাজ করে যাচ্ছে। গতকাল কুমিল্লায় বিএনপির মাহফিলে পুলিশ হামলা চালায়। গ্রেপ্তার করা হয় ২৫ জন নেতাকর্মীকে। আজ সকালে নরসিংদী জেলা কমিটির সভায়ও পুলিশ হামলা চালায়। নাটোর, খুলনাসহ সারাদেশে বিএনপির সভা ও ইফতার মাহফিলে হামলা হচ্ছে। তিনি বলেন, সরকার এমনভাবে কথা বলে যেন এ দেশের চেয়ে বেশি গণতন্ত্র আর কোথায় নেই। গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে আর লাভ নেই। এবার রূখে দাঁড়াতে হবে। এরা জাতির বড় ক্ষতি করেছে। গণতন্ত্র ধ্বংস করেছে। ভোটাধিকার হরণ করেছে। বিচার বিভাগকে দলীয়করণ করেছে। এদের কাছে কেউ নিরাপদ নয়।

তিনি আরও বলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে। আমরা যাতে এ সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার গঠন করে মানুষকে বন্দিদশা থেকে মুক্ত করতে পারি।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেন ইস্যুতে জাতিসংঘের ভোটে বিরত বাংলাদেশসহ ১৬ দেশ
পরবর্তী নিবন্ধমোটর সাইকেল দুর্ঘটনায় আহত বাঁশখালীর গোফরানের মৃত্যু