পাথরঘাটা ওয়ার্ড কৃষক লীগের কর্মী সভা

| বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড কৃষক লীগের কর্মী সভা গত ৪ এপ্রিল পাথরঘাটায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আব্দূর নূর আইয়ুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাপস দাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মশিউর রহমান রোকন। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য দীপক ভট্টাচার্য, মাস্টার জসীম উদ্দিন, প্রকাশ জৈন, সাধন দাশ। বক্তব্য রাখেন সুমন রায়, সুজিত তালুকদার মেম্বার, স্বপন কান্তি দাশ, অপু দাশ, কনক লাল মজুমদার, মো. হাবিব, মো. ফারুক, দীপন মজুমদার, মো. আবু হায়দার রনি, কাঞ্চন কানুনগো প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সুখী সমৃদ্ধ কৃষি স্বনির্ভর দেশ গড়তে সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনার আন্তরিকতায় কৃষকের মুখে আজ হাসি ফুটেছে। কৃষকরা তাদের পণের ন্যায্য মূল্য পাচ্ছে। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কৃষক লীগের নেতাকর্মীদের সমাজের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার বদ্ধ হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদুই হাজার হতদরিদ্র পরিবারে নওফেলের খাদ্যসামগ্রী প্রদান