মা ও শিশু হাসপাতালের সেই অস্ত্রোপচার সঠিক ছিল

সোসাইটি অব সার্জনস-এর বিবৃতি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে স্তন ক্যান্সার আক্রান্ত রোগীর অস্ত্রোপচার সঠিক চিকিৎসা ছিল বলে মন্তব্য করে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ওই নারী রোগীর স্তনের অস্ত্রোপচার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ অজ্ঞতার কারণে হচ্ছে। উক্ত রোগীর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র যাচাই বাছাই করার পর সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ চট্টগ্রাম শাখার পক্ষ থেকে উপরোক্ত মতামত ব্যক্ত করে বলা হয়, ওই নারীর স্তনের অস্ত্রোপচারের উদ্দেশ্য ছিল রোগীকে রোগমুক্ত করা। যুগোপযোগী, স্থানোপযোগী এবং বৈজ্ঞানিক উপায়ে রোগীকে চিকিৎসা প্রদান করা হয়েছিল।

সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মতিয়ার রহমান খান, সহসভাপতি অধ্যাপক ডা. সাইফুল হক ও সাধারণ সম্পাদক ডা. মইন উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সামাজিক দায়বদ্ধতার কথা বিবেচনা করে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ চট্টগ্রাম শাখার কার্যকরী পরিষদ সত্য উদঘাটনের জন্য গত ৩ এপ্রিল এক সভায় মিলিত হয়। সভায় সংশ্লিষ্ট সার্জনের বক্তব্য গ্রহণ এবং রোগীর চিকিৎসা সংক্রান্ত সকল কাগজপত্র যাচাইবাছাই করা হয়। সকল তথ্য যাচাইবাছাই করে দেখা যায়, যুগোপযোগী, স্থানোপযোগী, কালোপযোগী এবং আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে উক্ত সার্জন রোগীকে যে চিকিৎসা দিয়েছেন তা অবৈজ্ঞানিক নয়। তার সকল উদ্দেশ্য ছিল উক্ত রোগীকে রোগমুক্ত করা।

উল্লেখ্য, একজন স্বনামধন্য ক্যান্সার বিশেষজ্ঞের বরাত দিয়ে এ সংশ্লিষ্ট যে খবর প্রকাশ পেয়েছে, সে ব্যাপারে উক্ত চিকিকিৎসকের সাথে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি কোথাও এমন কোন মন্তব্য করেননি বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসি রামাদান কালচারাল উইক শুরু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির ইফতার ও দোয়া মাহফিল