আক্ষেপ

সৈয়দ জিয়াউদ্দীন | বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

আজ যে কথাটি শুনি মুখে মুখে

কাল ছিল সেটা অন্য

বাগান যে ফুলে সুশোভিত আজ

কাল ছিল সেটা বন্য।

কাল যাকে ডাকা হতো নির্বোধ

আজ সে মান্য গণ্য

ঘুষ দুর্নীতি লুটপাটে সে

জীবন করেছে ধন্য

সম্মানে আজ সমাজের সেরা

নামে দামে সে বরেণ্য

ভালো মানুষেরা তার কাছে যেন

গোবেচারা ও নগণ্য।

অফিসের যত নিয়ম নীতি

তার কাছে সম পণ্য

রক্তের দামে কেনা এই দেশটি

শুধু যেন তার জন্য।

পূর্ববর্তী নিবন্ধপ্রেমের মহাকাব্য
পরবর্তী নিবন্ধভেবে দেখতে হবে