কুতুবদিয়ায় চাঞ্চল্যকর খোরশেদ আলম হত্যার প্রধান আসামি মো. তারেককে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব–১৫। গত মঙ্গলবার রাতে চকরিয়া উপজেলার হারবাং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তারেক কঙবাজার জেলার কুতুবদিয়া উপজেলার মিজ্জিরপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে।
র্যাব–১৫ কঙবাজারের অধিনায়ক (ল অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান জানান, নিহত খোরশেদ আলম উপজেলার উত্তর ধুরং ইউনিয়নের মিজ্জিরপাড়া এলাকার বেড়িবাঁধে ছোট্ট একটি চায়ের দোকান করতেন। চায়ের দোকান থেকে নিয়মিত বাকি খেতেন আসামি তারেক। একপর্যায়ে ৪৫০ টাকা বাকি হয়ে যায় তারেকের। গত ২০ মার্চ তারেককে বকেয়া টাকা দিতে বলেন খোরশেদ। এতে ক্ষুব্ধ হয়ে তারেক ওইদিন রাতে খোরশেদকে মিজ্জিরপাড়ার বেড়িবাঁধে নিয়ে আরও ৫–৬ জনসহ কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন খোরশেদকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরদিন আহত খোরশেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ মার্চ তিনি মারা যান। ঘটনার একদিন পর ২২ মার্চ আহতের বাবা বাদী হয়ে তারেককে প্রধান ও ৬–৭ জনকে অজ্ঞাত আসামি করে কুতুবদিয়া থানায় মামলা করেন। ঘটনার পর গ্রেপ্তার তারেক এলাকা ছেড়ে চকরিয়ার এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করেন। এ সময় তার ব্যবহৃত মোবাইল বন্ধ রাখা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে হারবাং থেকে তারেককে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার তারেককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলেন জানান র্যাবের এই কর্মকর্তা।