দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে সুবিধাবঞ্চিত হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম জহুরের সঞ্চালনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজ মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সোলাইমান তালুকদার, জেলা পরিষদের সদস্য আলমগীর চৌধুরী।
বক্তব্য দেন, মোরতুজা কামাল মুন্সি, তৌহিদুল আলম, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, মুরিদুল আলম মুরাদ, বেলাল হোসেন মিটু, আবিদ হোসেন, নুরুল আমিন, ফরহাদুল আলম, রাজু দাশ হিরু, অমল রুদ্র, নাজিম উদ্দিন হায়দার, মোহাম্মদ সেলিম, ইমরান বশির, মোহাম্মদ আব্বাস, তারেক হাসান জুয়েল, সরোয়ার কবির, মোহাম্মদ আসহাব ওয়াজেদ্দিন আজাদ, মোহাম্মদ রফিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।