বিভিন্ন স্থানে ইফতার মাহফিল

| বুধবার , ৫ এপ্রিল, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

মমতা : পবিত্র মাহে রমজান উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা মমতার উদ্যোগে আলোচনা সভা, খতমে কোরআন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২ এপ্রিল নগরীর হালিশহরস্থ মমতা অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়। এ উপলক্ষে আলোচনায় পবিত্র মাহে রমজানের গুরুত্ব সম্পর্কে মতামত ব্যক্ত করেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। এছাড়া চসিক কর্তৃক মমতার প্রধান নির্বাহী রফিক আহামদের স্বাধীনতা স্মারক সম্মাননা পদক অর্জনে শোকরানা আদায় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মমতা পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। মমতা’র সকল প্রকল্প কর্মসূচির সকল স্তরের কর্মকর্তাকর্মীবৃন্দ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনোয়ারুল হক আযহারী।

রোটারী ক্লাব অব চিটাগাং ইস্ট : রোটারী ক্লাব অব চিটাগাং ইস্টের ৮৮০তম পাক্ষিক সভা ও ইফতার মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের চার্টার প্রেসিডেন্ট সাইদুল ইসলাম বাবুর সভাপতিতে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন গভর্নর ইলেক্ট ইঞ্জিনিয়ার মতিউর রহমান, গভর্নর নমিনী ডেজিগনেট ডা. মঈনুল ইসলাম মাহমুদ, ক্লাব মেম্বার রোটারিয়ান এ আর খান, কর্নেল (অব.) জয়নুর রশীদ, কামরুল ইসলাম, শহিদুল্লাহ, রাকিবুল ইসলাম, পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, জয় দেব দাশ, অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, লেখকসাংবাদিক শওকত বাঙালি, মিজানুর রহমান, ডা. মোবাশ্বেরুল আমিন, নিলুফার আজাদ প্রমুখ। সভায় রমজানে উপলব্ধি ফাউন্ডেশনের প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইফতার প্রদান এবং রাউজানে ১০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় : কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের বিশেষ সাধারণ সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর হালিশহর নয়াবাজারস্থ এক কমিউনিটি সেন্টারে পরিষদের সভাপতি ডা. মো. দেলওয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান লিংকনের সঞ্চালনায় পরিষদের বিশেষ সাধারণ সভা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরিষদের পক্ষ হতে ইফতার ও দোয়া মাহফিল আয়োজক উপকমিটি, ইফতার ও দোয়া মাহফিলে সহযোগিতা করার জন্য বিশেষ করে প্রাক্তন কার্গিলিয়ান আবদুর রহিম বাবুল, আনোয়ার হোসেন মিলন, কার্গিল ব্যাচ১৯৯৩ সহ অন্যান্য যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

মোহরা পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ : পবিত্র রমজান মাসে মোহরা পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রতিদিন ৫০০ জন রোজাদারদের মাঝে মাসব্যাপি ইফতারের আয়োজন করা হয়েছে। প্রতিদিন বাদে আছর থেকে কোরআন তেলোয়াত ও নাতে রাসুল (.) মধ্যে দিয়ে খতমে খাজেগান শরীফ, খতমে গাউছিয়া শরীফ, বিভিন্ন মাশায়েল শিক্ষা ও মিলাদ সিয়ামের মাধ্যমে মসজিদ কমিটির সভাপতি ইউনুছ খাঁনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমানের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রত্যেক দিন আলোচনায় অংশ নেন অত্র মসজিদের খতিব ও আলআমিন বারিয়া কামিল মডেল মাদ্রাস’র মুহাদ্দিস মৌলনা মুহাম্মদ নিজাম উদ্দীন আল কাদেরী। উপস্থিত থাকেন মোহাম্মদ আব্দুল মন্নান, মোহাম্মদ ইউসুফ, মো. আব্দুল বারী, মোহাং ইলিয়াছ জমিদার, মো. জামাল উদ্দিন, মো. ইলিয়াছ, আহমদ আব্দুস শুক্কুর সোলেমান, মো. নুরুল আব্বাস, মোহাং জাহাঙ্গীর মো. ছালে জহুর, মো. আব্দুর রহমান, মাহাবু মেম্বার, মো. জসিম উদ্দিন, মো. জাহেদুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধগুলজার আহমেদ স্ট্যান্ডার্ড ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নির্বাচিত
পরবর্তী নিবন্ধ৪০ হাজার পরিবারের মাঝে মনজুর আলমের খাদ্য সামগ্রী বিতরণ