ঈদ বোনাসের দাবিতে চালক-শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

| বুধবার , ৫ এপ্রিল, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

নিয়োগ পত্র প্রদান, ঈদ বোনাস ও ডোপ টেস্ট করাতে হয়রানি বন্ধের দাবিতে চট্টগ্রাম হালকা মোটরযান চালকশ্রমিক ইউনিয়নের মানববন্ধন কর্মসূচি গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে পালিত হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কাজল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আমির হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শাহ আলম ফিরোজী। সূচনা বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক সিনিয়র সহসভাপতি শামসুল ইসলাম আরজু, প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, সহসভাপতি মাঈনউদ্দিন তাপস, সহসাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, সাইফুল ইসলাম শাহীন, আলমগীর হোসেন, জসিম উদ্দিন, নজরুল ইসলাম, বজলুর রহমান, জাকির মহাজন, মো. মাসুদ, রাসেল হাওলাদার, সোহাগ, জসিম উদ্দিন, আবুল ফয়েজ, জাহাঙ্গীর আলম, মো. মহসিন, মো. ফরিদ, মো. মামুন, মো. আলী, মো. আলম, মিজানুর রহমান, লিটন মিশ্র, ইসমাইল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪০ হাজার পরিবারের মাঝে মনজুর আলমের খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধসরকারের বিরুদ্ধে জনমত স্পষ্ট হয়ে গেছে