পাঁচশ পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল মঙ্গলবার পূর্ব মাদারবাবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইফতার বিতরণ করেন মেয়র। এসময় মেয়র কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়েরের নেয়া এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সাধারণ মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর সর্বশ্রেষ্ঠ সময় এ সিয়াম সাধনার মাস রমজান। এসময় আরো উপস্থিত ছিলেন–জাহাঙ্গির চৌধুরী, আলী বক্স, শওকত আলী, মো. মহসিন, দানু মিয়া, জসিমুল হুদা, ওমর ফারুক লুলু, দেলোয়ার হোসেন বাবুল, আবুল কাশেম ভূঁইয়া, আবদুল্লা ফারুক নোবেল, মাহমুদুল হক মুন্না, হায়দার আলী, শফিউল আজম চৌধুরী মজু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












