বাঁশখালী উপজেলার পুঁইছড়ি অভয়ারণ্য রেঞ্জের বান্দরমারা নামক এলাকায় অবৈধভাবে পাহাড়ি গাছ কাটার সময় ৭ জনকে আটক করেছে বনবিভাগের কর্মীরা। আটকদের গতকাল মঙ্গলবার বন আইনে মামলায় বাঁশখালী সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়।
বনবিভাগের পুঁইছড়ি অভয়ারণ্য বনবিট কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, গত সোমবার বিকালে পুঁইছড়ি অভয়ারণ্য রেঞ্জের জঙ্গল পুঁইছড়ি মৌজার বান্দরমারা নামক সংরক্ষিত এলাকায় সংঘবদ্ধ ১০/১৫ জনের গাছ পাচারকারি দল অবৈধভাবে পাহাড়ি গাছ কাটার সময় সেখানে বনবিভাগের কর্মীরা উপস্থিত হলে অন্যরা পালিয়ে গেলেও ১২০ ঘনফুট বিভিন্ন প্রজাতির গাছ ও ৬টি বড় গাছ কাটার দাসহ ৭ জনকে আটক করা হয়। আটকরা হলেন কক্সবাজারের পেকুয়া উপজেলার গুদিকাটা টইটং এলাকার জহির আলমের পুত্র মো. সুজন (২৯), আবদুল হকের পুত্র আবদুল লতিফ (৩২), মো. হোসেনের পুত্র মঞ্জুর আলম (৩৩), জাকের হোসেনের পুত্র আজিম উদ্দিন (৩৪), নুরুল হকের পুত্র মো. পারভেজ (৩২), মৃত লেদু মিয়ার পুত্র মো. কাইসার (৩১), মৃত বদি আলমের পুত্র মো. তৈয়ব প্রকাশ তেওহিদ (২৮)।












