বড় বাঁচা বেঁচে গেল মোহামেডান। শহীদ শাহজাহান সংঘের কল্যাণে শেষ পর্যন্ত অবনমনের হাত থেকে রক্ষা পেল মোহামেডান। এবারের লিগে কোন দল প্রথম বিভাগে নেমে যাচ্ছে তা নিয়ে বেশ নাটক চলছিল। শেষ পর্যন্ত সব নাটকীয়তাকে পেছনে ফেলে প্রিমিয়ারে টিকে গেল মোহামেডান। আর গত বছরই প্রিমিয়ারে আসা রাইজিং স্টার ক্লাব জুনিয়র আবার নেমে গেল প্রথম বিভাগে। লিগের শেষের আগের দিনের জন্য যেন জমা হয়ে ছিল সবশেষ নাটকটি। কারন এই দিন সুতোর উপর ঝুলছিল মোহামেডান এবং রাইজিং জুনিয়রের ভাগ্য। এই ম্যাচে শহীদ শাহজাহান সংঘের কাছে রাইজিং জুনিয়র হারলে মোহামেডান বেঁচে যাবে। আর যেকোন ফল হলেই মোহামেডানকে নেমে যেতে হবে প্রথম বিভাগে। এরকম কঠিন পরীক্ষায় মাঠে দুই দল যতটা না টেনশনে ছিল মাঠের বাইরে তার চাইতে বেশি টেনশনে ছিল মোহামেডান। শেষ পর্যন্ত হেরে গেছে রাইজিং স্টার জুনিয়র। আর তাতেই রক্ষা হলো মোহামেডানের। আর প্রথম বিভাগে নেমে গেল রাইজিং স্টার জুনিয়র। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে রাইজিং স্টার জুনিয়রকে ৪৬ রানে হারিয়েছে শহীদ শাহজাহান সংঘ। সকালে টসে জিতে ব্যাট করতে নামে শাহজাহান সংঘ। প্রথম ওভারেই উইকেট হারানো শাহজাহান সংঘ ৩৭ রানে হারায় ৩ উইকেট। চতুর্থ উইকেটে হাল ধরেন আতিক এবং রাতুল। এ দুজন ৫১ রান যোগ করেন। ৮৮ রানের মাথায় ৫৩ রান করা আতিক এবং ১০৭ রানের মাথায় ৩৮ রান করা রাতুল ফিরে এলে আবার চাপে পড়ে শাহজাহান সংঘ। সে চাপ থেকে আর বেরিয়ে আসতে পারেনি শাহজাহান সংঘ। পরের ব্যাটারদের কেউই আর দাঁড়াতে পারেনি রাইজিং জুনিয়রের বোলারদের সামনে। ফলে ৪৩.৫ ওভারে ১৪৪ রানে অল আউট হয় শাহজাহান সংঘ। দলের পক্ষে দুই অংকের ঘরে যেতে পারা অপর ব্যাটার হচ্ছেন ১৬ রান করা রনি ফয়সাল। রাইজিং স্টার জুনিয়রের পক্ষে শাহাদাত হৃদয় ১১ রানে ৩টি উইকেট এবং শরীফুল ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন। ১৪৫ রানের সহজ লক্ষ্য। এই লক্ষটাকে সহজই মনে হচ্ছিল রাইজিং জুনিয়রের জন্য। কিন্তু শুরু থেকেই উইকেট হারাতে থাকে দলটি। বিশেষ করে শাহজাহান সংঘের স্পিনারদের সামনে পড়ে খেই হারিয়ে ফেলে রাইজিং স্টার জুনিয়রের ব্যাটাররা। ৮ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাইজিং জুনিয়র। দলের তিনজন মাত্র ব্যাটার দুই অংকের ঘরে যেতে পেরেছে। তারা হলেন ২৪ রান করা কপিল, ১৭ রান করা শরীফুল এবং ১৫ রান করা শামীম। বাকিদের কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। আবুল হাশেম রাজা করেছেন ২টি চারের সাহায্যে ৮ রান। ফলে রাইজিং স্টার জুনিয়র অল আউট হয় মাত্র ৯৮ রানে। তখনো ১১.৩ ওভার বাকি। শহীদ শাহজাহান সংঘের পক্ষে ২৩ রানে ৩টি উইকেট নিয়েছেন রনি ফয়সাল। ২টি করে উইকেট নিয়েছেন রাব্বি, রাতুল এবং আজাদ। একটি উইকেট নিয়েছেন তন্ময় দিপু। এই জয়ের ফলে ১১ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে থেকে লিগ শেষ করে শহীদ শাহজাহান সংঘ।
        











