রাফি স্মৃতি ক্রিকেটে জে.ডি.সি ও ব্রাইট একাডেমির জয়লাভ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৫ এপ্রিল, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

রাফি স্মৃতি মহানগরী জুনিয়র (অনূর্ধ্ব১৮) ক্রিকেট লিগে জে.ডি.সি ক্রিকেট একাডেমি এবং ব্রাইট ক্রিকেট একাডেমি জয়লাভ করেছে। দামপাড়া পুলিশ লাইনস্‌ মাঠে দিনের প্রথম খেলায় জেডিসি ৩ উইকেটে কিং ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। কিং ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ৮৯ রান করে। জবাবে জে.ডি.সি ৭ উইকেট হারিয়ে জয়ে পৌঁছে। বিজয়ী দলের পক্ষে রিজভি ২২ রান এবং সিয়াম ৩টি উইকেট নেন। কিং ক্রিকেট একাডেমির পক্ষে সাইফুল ইসলাম ৩৬ রান এবং মোহাম্মদ মহিউদ্দিন ৩টি উইকেট লাভ করেন। দিনের দ্বিতীয় খেলায় ব্রাইট ক্রিকেট একাডেমি ৫ উইকেটে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে ৫৭ রানের টার্গেট দেয়। জবাবে ব্রাইট ক্রিকেট একাডেমি ৫ উইকেট হারিয়ে জয় পায়। বিজয়ী দলের পক্ষে ইমরান ১২ রান এবং দেবজয় চৌধুরী ৩টি উইকেট লাভ করেন। আফতাব একাডেমির পক্ষে সিয়াম ১৪ রান এবং মনিরুল ইসলাম ৩ উইকেট নেন।

পূর্ববর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে
পরবর্তী নিবন্ধআজ পর্দা নামছে প্রিমিয়ার ক্রিকেট লিগের