গাড়ি ও পথচারীদের টার্গেট করে ছিনতাই

পলোগ্রাউন্ড এলাকা থেকে ছয় যুবক গ্রেপ্তার, ছয়টি টিপ ছোরা উদ্ধার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ এপ্রিল, ২০২৩ at ৪:৪৯ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড এলাকায় গাড়ি ও পথচারীদের টার্গেট করে ছিনতাইয়ের প্রস্তুতির সময় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে পলোগ্রাউন্ড এলাকায় ফ্রান্সিস রোডের মুখ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছয়টি টিপ ছোরা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল মো. বাবলু (২৮), মো. আল আমিন (২২), মো. আরাফাত (২৫), মো. আরমান হোসেন (২০), মো. সুরুজ (১৯) ও মো. দেলোয়ার হোসেন (২৬)

সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বোরহান উদ্দিন আজাদীকে জানান, রমজানে রাতের বেলায় তারা নগরীর বিআরটিসি ও সিআরবিগামী এবং স্টেশন রোড ও রিয়াজউদ্দিন বাজার অভিমুখে যাতায়াতকারী গাড়ি ও পথচারীদের ছিনতাইয়ের টার্গেট করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পলোগ্রাউন্ড এলাকা থেকে ছয়জনকে ছয়টি ছুরিসহ গ্রেপ্তার করা হয়।

এসময় অজ্ঞাত ছয় থেকে সাতজন আসামি দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৩৮ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন চান স্থানীয়রা
পরবর্তী নিবন্ধ১০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় ১০ বছরের কারাদণ্ড