খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৪ এপ্রিল, ২০২৩ at ৬:৪২ অপরাহ্ণ

খাগড়াছড়িতেে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে পিটিয়ে হত্যার দুই দিনের মাথায় একজনকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে দীঘিনালা উপজেলার কার্বারী টিলায় এ ঘটনা ঘটে বলে জানান ইউপিডিএফ-এর জেলা সংগঠক অংগ্য মারমা।

নিহত ত্রিদিব চাকমা (৪২) দীঘিনালার কবাখালি ইউনিয়নের কৃপাপুর গ্রামের দেবেন্দ্র চাকমার ছেলে।

এর আগে গত রবিবার খাগড়াছড়ির মানিকছড়িতে প্রসিত খীসার নেতৃত্বাধীন এই ইউপিডিএফ-এর এক সদস্যকে পিটিয়ে হত্যা করে একদল লোক।

এ ঘটনার জন্য ইউপিডিএফ (প্রসীত) তাদের প্রতিপক্ষ ইউপিডিএফকে (গণতান্ত্রিক) দায়ী করলেও তারা তা স্বীকার করেনি।

আজ মঙ্গলবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অংগ্য মারমা বলেন, “বেলা আড়াইটার দিকে ইউপিডিএফ(গণতান্ত্রিক)-এর সাতজনের একটি দল দীঘিনালা সদর থেকে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশায় কার্বারী টিলায় এসে ত্রিদিব চাকমাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

হত্যাকাণ্ডে অংশ নেওয়া কয়েকজনকে চেনা গেছে বলে বিবৃতিতে দাবি করা হয়।

তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সভাপতি শ্যামল চাকমা।

তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে ৪টি আঞ্চলিক সংগঠন রয়েছে। কোনো হত্যাকাণ্ড ঘটলেই ইউপিডিএফ (প্রসীত) আমাদের ওপর দোষ চাপায় কিন্তু আমরা এই হত্যাকাণ্ড ঘটাইনি। এখানে অন্য কোনো পক্ষ জড়িত থাকতে পারে।”

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, “আমরা এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি।”

পূর্ববর্তী নিবন্ধজরুরি সেবা ৯৯৯ সাময়িকভাবে বন্ধ
পরবর্তী নিবন্ধমাদকমুক্ত জালালাবাদ ওয়ার্ড গড়ার অঙ্গীকার