সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব

ইফতার মাহফিলে বক্তারা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৪ এপ্রিল, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা বলেন, সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব।

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব : চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইফতার মাহফিল গতকাল সোমবার সিজেকেএস জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। ইফতার পূর্ব দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত করা হয়। চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের সভাপতি এবং ৪০নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেকের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস, সিজেকেএস সহ সভাপতি মো. হাফিজুর রহমান, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক জহির আহমেদ চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর, আবুল হাশেম, হাসান মুরাদ বিপ্লব, নোমান আল মাহমুদ, মোহামেডান ব্লুজের কর্মকর্তা আবু সৈয়দ মাহমুদ, আবু মোরশেদ, মাসুদুর রহমান প্রমুখ।

গাউসিয়া কমিটি বোয়ালখালী : গাউসিয়া কমিটি বোয়ালখালী ও পৌরসভার শাখার যৌথ উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল গত ১ এপ্রিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের বোয়ালখালী শাখার সভাপতি মো. নুরুল ইসলাম চৌধুরী মুন্সির সভাপতিত্বে মীরপাড়া কেন্দ্রীয় খানকা শরীফে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ। প্রধান বক্তা ছিলেন জেলা সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার। বিশেষ অতিথি ছিলেন শেখ সালাউদ্দীন, আবুল মনছুর সওদাগর। এসএম ফখরুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়নাল আবেদীন আলকাদেরী, অধ্যাপক আবুল মনছুর দৌলতি, এসএম মমতাজুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন আলকাদেরী, আহমদ নবী সওদাগর, মোজাম্মেল হক মারুফ, শওকত ওসমান, ইসমাইল সিকদার, এম এ জলিল, এসকান্দর আলম দিদার, আবু সালেহ মোহাম্মদ সাইফুল হক, মো. ইব্রাহীম, রফিকুল আলম সিকদার, কাজী মিজানুল কাদের, জয়নাল আবেদীন মাষ্টার, জহিরুল ইসলাম তৈয়বী প্রমুখ।

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং : পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেইটস্থ ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের উদ্যোগে ইফতার মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও শিক্ষক ফখরুল আবেদিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডা. এটিএম রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমিক কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানজারে খুরশিদ আলম, পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম উদ্দিন, পরিচালনা পরিষদের সদস্য ডা. মোহাম্মদ রেজাউল করিম, ডা. মুসলিম উদ্দিন সবুজ, ডা. মনিরুল আলম, ডা. মাহমুদুর রহমান, ডা. আব্দুল্লাহ খান, ডা. নাসির উদ্দীন, এসেকেএম আনিস উদ দৌলা, ডা. সাইফুল ইসলাম টিপু চৌধুরী, ডা. মঈন উদ্দিন চৌধুরী, ডা. আব্দুল হালিম চৌধুরী, ডা. মোহাম্মদ জয়নাল আবেদীন, ডা. আব্বাস উদ্দিন চৌধুরী, ডা. আ ন ম মনজুরুল কাদের, ইমদাদুল ইসলাম, কাজী ছাবের আহমদ, হিজবুন নাহার প্রমুখ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী।

পূর্ববর্তী নিবন্ধউৎপাদন বৃদ্ধির জন্য স্মার্ট কৃষি প্রযুক্তি ব্যবহার করতে হবে
পরবর্তী নিবন্ধসিআইইউর ৩২তম সিন্ডিকেট সভা