বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৪ এপ্রিল, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাসে বেশি বেশি দান করতে হবে। ধনীগরীবের বৈষম্য দূরীকরণে সবাইকে এগিয়ে আসতে হবে।

সীতাকুণ্ডে এমপি দিদার : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, উপজেলার কুমিরা ও ভাটিয়ারী ইউনিয়নে ১৫শ অসহায় দুস্থ রোজাদারদের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করেন দিদারুল আলম এমপি। গতকাল ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন চেয়ারম্যান নাজিম উদ্দীন, ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম, বিজয় সরনী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু জাফর সিদ্দিক, ইউপি সদস্য মো. কামাল উদ্দিন, ওহিদুর, নেজাম উদ্দীন, কামরুল আজম মানিক, শুক্কুর আহমেদ, আলাউদ্দিন, খোরশেদ আলম, কামরুল আলম, মো. আলম, জাফর আহমেদ, গিয়াসউদ্দিন টিটু, মো. আলী, শাহীন আহমেদ, সাইফুল আলম, সোহরাব হোসেন টিপু, মাইনুল হাসান মিল্কীসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সাবেক মেয়র এম. মনজুর আলম : সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনজুর আলমের পক্ষে তার সন্তান সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাইফুল আলম গতকাল সোমবার উত্তর কাট্টলী, আসকারাবাদ ও দেওয়ানহাট এলাকায় অবস্থিত গার্মেন্টস ৪ হাজার কর্মীর মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে বাদশা আলম, অমলেন্দু ভট্টাচার্য, খালেকুজ্জামান সহ অন্যরা উপস্থিত ছিলেন। ইফতার সামগ্রী বিতরণের সময় গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশ্যে সমাজসেবক সাইফুল আলম বলেন, আর্তমানবতার কল্যাণ এবং শ্রমজীবীদের পাশে দাঁড়ানোই আমাদের ব্রত। আমাদের সকল ধরনের সেবা আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য। তিনি তাদের সেবাধর্মী কাজে শ্রমিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল : পবিত্র রমজান উপলক্ষে গত রোববার চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নগরীর হযরত শাহ আমানত (রহঃ) সংলগ্ন এতিমখানায় এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে এতিমখানার শিক্ষার্থীরা হামদ নাত ও ক্বেরাত পাঠ করেন। ইফতারের আগে মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন এতিমখানার শিক্ষক মাওলানা মোহাম্মদ আবুল কালাম। চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার প্রত্যক্ষ উদ্যোগে ফাউন্ডেশন বিগত দুইবছর ধরে সমাজের অসচ্ছল ও গরিবদের জন্য স্বাস্থ্যসেবা, খাবার বিতরণ ও অন্যান্য জনহিতকর কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে ফাউন্ডেশনর ডা. সামিউল ইসলাম, ডা. মোতাহার হোসেন, ডা. সৈকত বড়ুয়া, মোজাহিদুল ইসলাম রানা, ফারুক চৌধুরী ফয়সাল, আবু কাইসার সৌরভ, এ্যাডভোকেট জিকু বড়ুয়া, ইয়াছিন জনি, রকি ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন : সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সাতকানিয়া ইছামতি ইয়াকুব মরিয়ম উচ্চ বিদ্যালয় কার্যালয়ে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি মো. আবু নাসের রনির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা লায়ন নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন লায়ন ইসমাঈল চৌধুরী, লায়ন আশিকুল আলম, ডা. সোমা বিশ্বাস, সনেট দে, নীলিমা বড়ুয়া, মো. ইসমাইল প্রমুখ।

গাউসিয়া কমিটি চান্দগাঁও আবাসিক : গাউসিয়া কমিটি চান্দগাঁও আবাসিক মডেল শাখার উদ্যোগে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ গত ১ এপ্রিল অনষ্ঠিত হয়। মোহাম্মদ আবুল মনসুর সিকদারের সভাপতিত্বে ও মোহাম্মদ নুরুল ইসলাম সাগর এবং মোহাম্মদ হুসাইন আলী পারভেজের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি হাবিব মহিউদ্দিন। উদ্বোধক ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ এসরারুল হক এসরাল। বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও আবাসিক বিব্লক কল্যাণ সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ হারুন, মহানগর গাউসিয়া কমিটির সভাপতি তছকির আহমদ, সহ সভাপতি মোহাম্মদ আবুল হাশেম, চান্দগাঁও সিডিএ মডেল আবাসিক এলাকা এব্লক জামে মসজিদের সভাপতি মোহাম্মদ এয়াকুব, অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম, মাওলানা মোহাম্মদ জালাল উদ্দীন মানিক, মোহাম্মদ জয়নাল আবেদীন, জাহাঙ্গীর মোহাম্মদ আব্দুর রহমান, ইমরান চৌধুরী, মোহাম্মদ মাহবুব আলম, মোহাম্মদ এরশাদ উল্লাহ হামিদি, মোহাম্মদ সাইফুল ইসলাম জামি, মোহাম্মদ সাইফুল ইসলাম হেলাল প্রমুখ।

মানবতার বাতিঘর : সামাজিক সংগঠন মানবতার বাতিঘরের ব্যাবস্থাপনায় ২নং জালালাবাদ ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চু। সংগঠনের সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে ও মো. রাশেদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন মো.ইয়াকুব, হারুন জালালাবাদী, শাখাওয়াত হোসেন স্বপন, হেলাল উদ্দিন, এস এম সাইদ সুমন, শহীদুল ইসলাম শামীম, আবদুর রাজ্জাক দুলাল, নাছের তালুকদার, আবু বক্কর চৌধুরী, আজিজ উদ্দিন চৌধুরী, কফিল উদ্দিন, মো. সাইফুল করিম, শহীদুল ইসলাম শহীদ, ডা. মনির আজাদ, মো. সেলিম, আবদুল জলিল, মাওলানা হারুন, এনাম, ওসমান, আবু তৈয়ব সোহেল, কাজী রোকনুজ্জামান, আকতার হোসেন, আবদুল মান্নান, তাওহীদুল আলম তানিম, সাকিল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশিশুদের মানসিক বিকাশে শিল্পচর্চার বিকল্প নেই : ডিসি
পরবর্তী নিবন্ধমানবিক, সামাজিক, ব্যবসায়িক ও নৈতিক শিক্ষা দেয় রমজান