মেয়র সমীপে : ৩৫ নং বক্সির হাট ওয়ার্ডে রাস্তা সংস্কারের আবেদন

| মঙ্গলবার , ৪ এপ্রিল, ২০২৩ at ৫:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্তর্গত ৩৫ নং বক্সির হাট ওয়ার্ড এলাকার কমিশনার মাহবুবুল হক চৌধুরী বাই লেইন আগামী বর্ষা মৌসুম আসার পূর্বে সংস্কার করার জন্য এলাকাবাসীর জরুরিভাবে সংস্কারের জন্য মাননীয় মেয়রের নিকট আবেদন। আরবান মেডিকেলের উত্তর দিকে যে রাস্তাটি গিয়েছে তা বহুদিন যাবৎ সংস্কারের অভাবে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। কয়েক বছর পূর্বে এলাকাবাসী সামান্য বালি সিমেন্ট কংকর দিয়ে গর্তগুলো ভরাট করেছিল, বর্ষা আসার সাথে সাথে এবং জোয়ারের পানিতে পুনরায় গর্তগুলো থেকে ঢালাই সরে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই রাস্তা দিয়া প্রতিদিন রিক্সাসহ বিভিন্ন ধরনের যানবাহন শত শত লোক স্কুল এবং মাদ্রাসার ছাত্রছাত্রী যাতায়াত করে। বহুদিন যাবৎ সংস্কার কাজ না হওয়ায় রাস্তার ঢালাইগুলো উঠে গেছে এবং কোনো কোনো স্থানে মাটি সরে গেছে। বর্তমানে এ রাস্তা দিয়ে চলাচল করার জন্য অনুপযোগী হয়ে পড়েছে। যার ফলে এই এলাকার সাধারণ জনগণ এবং স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী যাতায়াতের অনেক অসুবিধার সৃষ্টি হয়েছে। তাই নিরুপায় হয়ে সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আশাকরি যে আগামী বর্ষা আসার পূর্বে সদাশয় কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কার সাধন করে অত্র এলাকার জনগণের বহুদিনের দুঃখ দুর্দশা দূরীভূত করবেন।

হাজী এহসানুল হক চৌধুরী

প্রতিষ্ঠাতা সভাপতি আল ইসলামিয়া নুরিয়া আইডিয়াল মাদ্রাসা

চাকতাই বাকলিয়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধমার্টিন লুথার কিং : অহিংস আন্দোলনের অবিসংবাদিত নেতা
পরবর্তী নিবন্ধচেনা মুখ চেনা হাসি ভালো থাক