কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে নামিদামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে ফেশওয়ে ফুড এন্ড বেভারেজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পীযুষ কুমার চৌধুরী অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। অভিযানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এ সময় কারখানা থেকে ৫০ কার্টুন বিস্কুট জব্দ করা হয়। অভিযানে বিএসটিআই কর্মকর্তা সজিব চৌধুরী, নুরে আলম ফিরোজ, কর্ণফুলী থানা পুলিশের সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী বলেন, অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন নামিদামি কোম্পানির লেবেল ব্যবহার করে বিস্কুট ও কেকসহ বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন এবং বাজারজাত করছে ফেশওয়ে ফুড এন্ড বেভারেজ লিমিটেড নামের এ কারখানা। অভিযান চালিয়ে এ কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, পরবর্তীতে কারখানা বন্ধ করে সিলগালা করা হবে।