ইডিইউ ডিবেটিং সোসাইটির আন্তঃ স্কুল-কলেজ বিতর্ক প্রতিযোগিতা

| সোমবার , ৩ এপ্রিল, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রাঙ্গণে গত ৩১ মার্চ১ এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল ইডিইউ ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত জিএসসি গ্লোবাল সলিউশনস ইডিইউডিএস ২য় ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশীপের আন্তঃ স্কুলকলেজ বিতর্ক প্রতিযোগিতা। এইবারের আন্তঃ স্কুলকলেজ বিতর্ক প্রতিযোগিতায় সারা দেশ থেকে ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের যুক্তির শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে ওপেন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এবং রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে ঢাকা কলেজ। ডিবেটার অব দ্যা ফাইনাল (ওপেন) ও ডিবেটার অব দ্যা টুর্নামেন্ট (ওপেন) নির্বাচিত হন শারাফ আহমেদ। নভিস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সরকারি মুসলিম হাই স্কুল ও রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ডিবেটার অব দ্যা ফাইনাল (নভিস) নির্বাচিত হন সাদমান সারার, ডিবেটার অব দ্যা টুর্নামেন্ট (নভিস) নির্বাচিত হন রুজান আল শাবিব, খোকন বড়ুয়া ও আবরার শহিদ রাহিক। প্রতিযোগিতার বিচারক ছিলেন বিভিন্ন ডিবেটিং ক্লাবের সদস্যদের নিয়ে ৩৪ সদস্যের বিচারক প্যানেল। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইডিইউ ডিবেটিং সোসাইটির মডারেটর সৈয়দা সুয়াইবা আনোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডিইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান। বিশেষ অতিথি ছিলেন ইডিইউর রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের প্রধান উপদেষ্টা সাইফ চৌধুরী, ইডিইউর এইচ আর ডিরেক্টর নাজিম উদ্দীন চৌধুরী, ইডিইউ ডিবেটিং সোসাইটির সাবেক মডারেটর মিথিলা আফরিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধড. মাহমুদ হাসান আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন
পরবর্তী নিবন্ধপশ্চিম মাদারবাড়িতে হবে শিশু কবরস্থান : মেয়র