অভিনয় শিল্পীদের আইনি সহায়তায় ‘লিগ্যাল উইং’ গঠন

| সোমবার , ৩ এপ্রিল, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

অভিনয় শিল্পীদের সকল আইনি সহায়তা ও পরামর্শের জন্য ‘লিগ্যাল উইং’ গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকার নিকেতনে ‘অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ’ এর কার্যালয়ে এই উইং গঠন করা হয়। লিগ্যাল উইংয়ের সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, ব্যারিস্টার রাবেয়া জাহান ফিরোজ ও অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল। এছাড়া সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। খবর বিডিনিউজের।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, সংঘে ১ হাজার ২০০ সদস্য রয়েছেন। এখন থেকে সকল প্রকার আইনি নিরাপত্তা, সহায়তা, পরামর্শ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং ও অপপ্রচারের প্রতিকারে এই লিগ্যাল উইং কাজ করবে। লিগ্যাল উইং গঠনের সভায় অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম, সাংগঠনিক সম্পাদক সাজু খাদেম, অগ্রজ অভিনয়শিল্পী ডলি জহুর, আজমেরী হক বাঁধন, জোতিকা জ্যোতি, সাদিয়া জাহান প্রভা, পুলিশের সিসিটিসি ইউনিটের এডিসি নাজমুল ইসলাম ও সিসিটিসি ডিএসপি খন্দকার লেনিন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচলচ্চিত্র শিল্পী সমিতিতে জায়েদ খানের সদস্যপদ স্থগিত
পরবর্তী নিবন্ধবেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘নকশি কাঁথার জমিন’