সাকিবকে বিশ্রামে রেখে টেস্ট দলের অনুশীলন শুরু

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৩ এপ্রিল, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

যেন এক মুহূর্তেরও ফুরসত নেই ক্রিকেটারদের। সিলেটে ওয়ানডে সিরিজের পর চট্টগ্রামে টিটোয়েন্টি সিরিজ শেষ করে জাতীয় দলের একাধিক ক্রিকেটার পরদিনই নামে ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে। তার পরদিনই নেমে যেতে হয়েছে টেস্ট সিরিজের প্রস্তুতিতে। কারণ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর টিটোয়েন্টি সিরিজও শেষ হয়েছে। এখন কেবল বাকি একটি টেস্ট। মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টটি শুরু হবে আগামীকাল মঙ্গলবার। এই টেস্টকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়েছে গতকাল রোববার থেকে। প্রথম দিনের অনুশীলনে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। জানা গেছে বিশ্রামে রয়েছেন তিনি। গত ৩১ ম্যাচ ছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তৃতীয় টিটোয়েন্টি। ১ এপ্রিল আবার মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগ খেলতে নামেন সাকিব সহ অনেকেই । টানা দুদিন ম্যাচ খেলার পর তার একটু বিশ্রাম দরকার স্বাভাবিকভাবেই। তবে সাকিব না থাকলেও মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনে বাকি সবাই উপস্থিত ছিলেন। ঘাম ঝরিয়েছেন টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়া সাবেক অধিনায়ক মোমিনুল হক। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাসদের সঙ্গে ছিলেন টেস্ট স্পেশালিস্ট সাদমান ইসলাম, তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় এবং পেসার খালেদ আহমেদও। হাতে সময় খুবই কম। আজকের দিনটা কেবল অনুশীলনের সুযোগ পাবে টাইগার ক্রিকেটাররা। কারণ কাল থেকেই যে মাঠে নামতে হবে টেস্ট ম্যাচ খেলার জন্য। ওয়ানডে এবং টিটোয়েন্টি সিরিজে সহজেই আয়ারল্যান্ডকে হারালেও টেস্ট ম্যাচ বলেই কিনা বাংলাদেশ একটু বেশি সিরিয়াস। কারন আয়ারল্যান্ডের ক্রিকেটাররা কাউন্টি খেলতে অভ্যস্ত। সেখানে তারা লংগার ভার্সনের ক্রিকেটের সাথে বেশ পরিচিত। তাই কিনা বাংলাদেশ পুরো শক্তির দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে আইরিশদের বিপক্ষে। যেহেতু টিটোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটিতে হেরে গেছে বাংলাদেশ। তাও একেবারে বাজে ভাবে। তাই আর কোন ভাবেই হালকা করে নিতে চায়না প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে। কারন ম্যাচটা জিততেই হবে বাংলাদেশের।

পূর্ববর্তী নিবন্ধআয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টেও পূর্ণ শক্তির দল
পরবর্তী নিবন্ধওয়ানডে বিশ্বকাপের ‘ব্র্যান্ড’ উন্মোচন করলো আইসিসি