১ম বিভাগ ক্রিকেটে চসিক গ্রিনের জয়

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৩ এপ্রিল, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর পর্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশন গ্রিন জয় পেয়েছে। গতকাল রোববার সাগরিকার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় চসিক গ্রিন ২৮ রানে কোয়ালিটি স্পোর্টসকে পরাজিত করে। এতে করে ৩ খেলা শেষে চসিক গ্রিন এবং কোয়ালিটি স্পোর্টস ক্লাব প্রত্যেকে ৪ পয়েন্ট অর্জন করেছে। এদিকে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব আগামী ৬ এপ্রিল যদি সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করতে পারে তবে তাদের পয়েন্টও ৪ হয়ে যাবে। সেক্ষেত্রে তিন দলের পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন হয়ে যাবে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। গতকাল টসে জিতে কোয়ালিটি স্পোর্টস প্রথমে ব্যাট করতে পাঠায় চসিক গ্রিনকে। পিচ ভেজা থাকার কারণে খেলা দেরিতে খেলা শুরু হয় এবং ম্যাচের পরিধি নির্ধারিত হয় ৩০ ওভারে। চসিক গ্রিন ৩০ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইশরাত হোসেন ৪৩, শাহ পরান মিয়া ২৯, আশরাফুল ইসলাম ১৭, জিল্লুর রহমান ১৫ এবং নাদিমুল কবির ১০ রান করেন। কোয়ালিটির পক্ষে ২টি করে উইকেট নেন অলিউল্লাহ, মো. ফিরোজ, মো. জসিম এবং জুনাইদ বিন রহিম। জবাবে কোয়ালিটি স্পোর্টস ২৮.১ ওভার ব্যাট করে ১২২ রানে অল আউট হয়ে গেলে জয় নিয়ে মাঠ ছাড়ে চসিক গ্রিন। কোয়ালিটির পক্ষে ইরফান ফরহাদ সর্বোচ্চ ৫৩ রান করেন। ফয়সাল সরাকার ১২ এবং মো. ফিরোজ ১১ রান করেন। ১০ রান করে সংগ্রহ করেন ইফতেখার শরীফ এবং মাহফিল ইসলাম। অতিরিক্ত রান হয় ১১। চসিক গ্রিনের পক্ষে ৩টি করে উইকেট নেন শাহ পরান মিয়া এবং কৈলাশ নাথ। ২টি উইকেট পান প্রিয়ন্ত বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধহায়দ্রাবাদকে উড়িয়ে দিয়ে শুরু রাজস্থানের
পরবর্তী নিবন্ধআয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টেও পূর্ণ শক্তির দল