চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নের ৯নং ওয়ার্ড পাইরাং এলাকায় আজ রবিবার (২ এপ্রিল) সকালে বৈদ্যাতিক শর্ট সার্কিটের আগুনে ৪টি ঘর ভস্মীভূত হয়। এ সময় স্থানীয় জনগণের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও হারাধন দে, সুভাষ দে, নির্মল দে, বিকাশ দে-এর পরিবারের প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুঁড়ে ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান।
আগুনের খবর পেয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় সরল ইউনিয়ন পরিষদের সচিব হারুনুর রশিদ চৌধুরী, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহেদুল ইসলাম, যুবলীগ নেতা শংকর ঘোষ সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী এবং চেয়ারম্যানের পক্ষ থেকে কম্বল ও চাল বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রাথমিকভাবে প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী প্রদান করা হচ্ছে এবং ভবিষ্যতে আরো সহযোগিতা প্রদান করা হবে বলে জানান।