রোগীকল্যাণ সমিতি পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকাল এক আলোচনা সভার আয়োজন করে। ‘রোগীকল্যাণে যাকাতের অর্থ ব্যবহার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমরা সব জায়গায় সবকাজে প্রচুর অপব্যয় করি। কোথাও কোথাও লোক দেখানো সমাজসেবা করি। এসব বাহুল্য বর্জন করে এই টাকা রোগীদের কল্যাণে রোগীকল্যাণ সমিতির তহবিলে দান করুন। এতে অসহায় রোগীরা উপকৃত হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে। সমিতির সভাপতি ও চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসানের সভাপতিত্বে ও সহসভাপতি এস এম মোরশেদ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার ও রোগীকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা।
হাফেজ মোহাম্মদ আমান উল্যাহর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম (অবঃ), সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মো. ফরিদুল আলম, সহসভাপতি ডা. তৈয়ব সিকদার, ডা. আবদুল করিম, ডা. তপন কুমার চক্রবর্তী, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, জাহাঙ্গীর মোস্তফা, বোরহানা কবীর, রোকেয়া জামান, মুজিবুল হক ছিদ্দিকী বাচ্চু, ডা. জাফর, ড. মোহাম্মদ সানাউল্ল্যাহ, বেগম মমতাজুন্নেছা সোমা, এম হামিদ হোসাইন, প্যাসিফিক জিন্স লি. এর আবেদীন আল মামুন, এসআইবিএল এর ব্যবস্থাপক খোদাবক্স তৌহিদ, এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রইসুল ইসলাম সৈকতসহ আরো অনেকে। সভাশেষে রোগীকল্যাণ সমিতির যাকাত ও দান তহবিলে আগ্রহী দাতাবৃন্দ নগদ ও চেকের মাধ্যমে প্রায় ১০ লক্ষ টাকা প্রদান করেন। সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ সেলিম চৌধুরী, অধ্যাপক ডাঃ মোঃ আবদুস সাত্তার। সবশেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী শিহাব উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।