মাইক্রোবাসের ব্যাকডালারে স্কুল ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছিল একশ বোতল ফেন্সিডিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিলগুলো জব্দের পাশাপাশি আন্তঃজেলা মাদক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব–৭। গত শুক্রবার দুপুর ২টায় চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার পাকা রাস্তায় কঙবাজারগামী একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল কঙবাজার জেলার চকরিয়া থানার পূর্ব নয়াপাড়া এলাকার রমজান আলীর পুত্র মো. রিদওয়ান ওরফে হৃদয় (২৫) ও একই এলাকার নুরুল ইসলামের পুত্র মো. রিদওয়ান (১৯)। জব্দ ফেন্সিডিলের মূল্য আনুমানিক এক লাখ টাকা বলে জানায় র্যাব। র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কর্ণফুলী থানাধীন চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কের পাকা রাস্তার উপর র্যাব একটি তল্লাশি চৌকি বসায়। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মাইক্রোবাসকে থামার সংকেত দিলে দুই যুবক গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা তাদের ধরে ফেলে। পরে তাদের দেয়া তথ্য মতে মাইক্রোবাসটির ব্যাকডালার মধ্যে একটি স্কুল ব্যাগের ভিতর থেকে ১শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ওইদিনই আদালতে প্রেরণ করা হয়।