কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সম্প্রতি স্কুল মিলনাতয়নে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি এম বখতিয়ার উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনু। প্রধান বক্তা ছিলেন কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক সুপন মল্লিক, স্কুল পরিচালনা কমিটির সদস্য ত্রিদীপ কুমার সাহা ও মোহাম্মদ হাসান। শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার
বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। বক্তারা বলেন, শিক্ষকরা জাতির মেরুদণ্ড। স্বাধীনতা অর্জনের ইতিহাস আগামী প্রজন্মকে জানানোর ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অন্যতম। এই ইতিহাস অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। প্রেস বিজ্ঞপ্তির।