ডাকাতির প্রস্তুতিকালে বাকলিয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সোয়া তিনটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় আরও পাঁচ ডাকাত পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলো মো. কাউসার হোসেন (২৬), নয়ন হোসেন হৃদয় (২৭) ও মো. মনির (২১)। তাদের থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ, দুইটি ছুরি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বাকলিয়া আজাদীকে বলেন, আমাদের কাছে সংবাদ ছিল, এক্সেস রোডে একটি দোকানের পেছনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। ভোরের দিকে তারা ডাকাতি করবে। সে অনুযায়ি আমরা পুলিশের একটি বিশেষ টিম সেখানে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করি। কয়েকজন পালিয়ে গেছে। গ্রেপ্তারকৃতদের থেকে পালিয়ে যাওয়া ডাকাতদের নাম পরিচয় পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে কাউসারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি, নয়নের বিরুদ্ধে ৭টি এবং মনিরের বিরুদ্ধে ৫টি মামলা আছে বলে আমরা ইতোমধ্যে জানতে পেরেছি।

পূর্ববর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে দরকার আন্তঃধর্মীয় সম্পর্ক উন্নয়ন
পরবর্তী নিবন্ধমানুষের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে