সৌদি বাদশার সাহায্য সংস্থা কিং সালমান হিউম্যানেটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের (কিং সালমান সেন্টার) অর্থায়নে লোকাল পার্টনার দেশের শীর্ষ স্থানীয় এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় সিলেটের বন্যাদুর্গতদের জন্য কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের ৬২৮৫ প্যাকেট ত্রাণ বিতরণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে ঢাকাস্থ সৌদি দূতাবাসে মঙ্গলবার ঢাকাস্থ সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল্ দুহাইলান ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৌদি রাষ্ট্রদূত সিলেটে গত ২০২২ সালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য মসজিদে হারামাইন শরীফাইনের সেবক ও তত্ত্ববধায়ক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আলে সাউদ এবং ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আলে সাউদের বিশেষ সহমর্মিতা মানবিকতার কথা উল্লেখ করে বলেন, কিং সালমান সেন্টার বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা প্রদানকারী সংস্থা। এটি সারা বিশ্বের উন্নয়নশীল দেশ সমূহের হতদরিদ্র ও শরণার্থী শিবিরে আশ্রিত মানুষের পাশে রয়েছে। আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশী জনগণের মাঝে কিং সালমান সেন্টারের মানবিক সহায়তা প্রকল্প বাস্তবায়নের জন্য সৌদি বাদশা ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, লোকাল পার্টনার হিসেবে দেশের শীর্ষস্থানীয় এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন অতীতের ন্যায় সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝেও স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কিং সালমান সেন্টারের সহায়তা প্রকল্প বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী, বিদেশ বিভাগের কর্মকর্তা মাওলানা হারুনুর রশিদ, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ সালামত উল্লাহ, আবদুল হামিদ, ওয়ায়েস আহমদ, ফাউন্ডেশনের চীফ একাউন্ট্যান্ট বোরহান উদ্দিন প্রমুখ।












