মুজাফরাবাদ কলেজে স্বাধীনতা দিবস উদযাপিত

| শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

মুজাফরাবাদ কলেজে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন শেষে মুজাফরাবাদ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু ছৈয়দের সভাপতিত্বে এক আলোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হাসান মাহমুদ, অধ্যাপক কৌশিক চৌধুরী, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপিকা নাছরীণ আকতার, অধ্যাপিকা গোপা চৌধুরী, অধ্যাপক আব্দুস শুক্কুর এবং অধ্যাপক প্রবীর মিত্র। প্রেস বিজ্ঞপ্তি।

সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বের নির্যাতিত, নিপীড়িত মানুষের একজন অবিসংবাদিত নেতা হিসাবে আখ্যায়িত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের অধ্যাপিকা কনিকা দাশ।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ
পরবর্তী নিবন্ধআবদুল মালেক মিন্টু