মেট্রোরেলের তিন মাসে আয়ের চেয়ে ব্যয় কোটি টাকা বেশি

| শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৫:১৬ পূর্বাহ্ণ

ঢাকায় মেট্রোরেল চালুর তিন মাসে আয়ব্যয়ের হিসাবে কোটি টাকা লোকসান হয়েছে। মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক গতকাল বৃহস্পতিবার ১ কোটি ১৩ লাখ টাকা লোকসানের এই তথ্য দেন। খবর বিডিনউজের।

ডিএমটিসিএল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেট্রোরেল চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১০ লাখ ৭৭ হাজার যাত্রী চলাচল করেছেন। এ পর্যন্ত আয় হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা।

আর একই সময়ে ব্যয় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা। সেই হিসেবে আমাদের ১ কোটি ১৩ লাখ টাকা বেশি ব্যয় হয়েছে, বলেন সিদ্দিক।

মেট্রো পরিচালনায় খরচের খাত দেখিয়ে সিদ্দিক বলেন, সবচেয়ে বড় অংশ খরচ হয়েছে বিদ্যুৎ বিলে। সাম্প্রতিক সময়ে বিদ্যুতের দামও বেড়েছে। সংশ্লিষ্টদের আমরা ডেকেছি, বিদ্যুতের ক্ষেত্রে আমাদের একটা মূল্য ঠিক করে দেওয়ার জন্য। আমাদের দ্বিতীয় প্রধান ব্যয় মেট্রোরেলে কর্মরতদের বেতন বাবদ। এছাড়া অন্য খরচ রয়েছে।

আংশিক পথে দিনের একটি অংশে এখন মেট্রোরেল চলছে। সব স্টেশনে ট্রেন থামছেও না। ধীরে ধীরে চলাচলের সময় বাড়ানো হচ্ছে, স্টেশনগুলোও খুলছে ধাপে ধাপে। ডিসেম্বরের মধ্যে মতিঝিল পর্যন্ত চলাচল শুরুর আশাও করা হচ্ছে। মেট্রোরেল পুরোদমে চালু হলে আয়ব্যয়ের পার্থক্য কমে আসবে বলে মনে করেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিক। তিনি বলেন, পরিপূর্ণভাবে মেট্রোরেল চালু না হলে প্রকৃত চিত্র পাওয়া যায় না। পরিকল্পনার অংশ হিসেবে আমাদের আরও দুটা স্টেশন চালু হচ্ছে। যেখানে নতুন নতুন যাত্রী যোগ হবে। অন্যদিকে এখন রমজান মাস। প্রথম দিকে একটা ট্যুরিস্ট পয়েন্টের মতো ব্যাপক জনসমাগম হত, যে জায়গাতে এখন ভাটা পড়েছে।

পূর্ববর্তী নিবন্ধতামাকুমন্ডি লেইন ও রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির মতবিনিময়
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ