মাহে রমজানের খুশবু

পারভীন আকতার | শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৫:১১ পূর্বাহ্ণ

মাহে রমজানের খুশবুতে আসমান জমিন সয়লাব,

দয়াময়ের জিকির দুআ কবুলে হয়কোটি পুণ্য লাভ।

সেহরির সময় মুসলিম উঠেজেগে তাঁর ইবাদতে,

খোদার নিয়ামত কীসে মাজেজা অপার ভক্তিতে।

ঊষা হতে গোধূলির অপেক্ষায় নিষ্পাপ রোজাদার,

মুয়াজ্জিনের আজান ধ্বনির আকুলতাশোনবার।

ইফতার সামনে তবুওনেই পানাহারের কভু লোভ,

অদ্ভুত!সেই নাদেখাখোদার প্রতি ভালোবাসা খুব।

ঈমানের শক্তি নিঃসন্দেহে প্রশংসনীয় ধর্মপ্রাণ মোরা,

দিনে দিনে তা বাড়ছে তাঁরই তছবীতে মশগুল সূরা।

তারাবীর নামায প্রশান্তির সুধা যতই পড়ি আনে আস্থা,

হৃদয় দুয়ার খুলেদেয় ফেরেস্তা বিশ্বাসের দেখায় রাস্তা।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র রমজান ও আমাদের করণীয়
পরবর্তী নিবন্ধশপথ