আনোয়ারায় মা-মেয়ে দুই বিধবা নারীকে মারধর

পাঁচজনের বিরুদ্ধে মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৪:৫২ পূর্বাহ্ণ

আনোয়ারার বরুমছড়া এলাকায় দুই বিধবা নারী মামেয়েকে নির্যাতন করা হয়েছেএমন অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালতে মামলাটি করেন ভুক্তভোগীদের একজন বিধবা নাছিমা আকতার। পাঁচ আসামি হল সাদ্দাম হোসেন, মো. আরিফ, শাহিন আকতার, জেসমিন আকতার ও মো. আলী।

বাদীর আইনজীবী জিয়া হাবীব আহসান আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিধবা নাছিমা আকতার ও তার মেয়ে বিধবা রোজী আকতার খুবই অসহায় দুই নারী। তাদের পরিবারে কোনো পুরুষ লোক নেই। এই সুযোগে আসামিরা বসতভিটা দখলের চেষ্টা করে আসছিল এবং ভাঙচুর ও হামলা করে। আদালত অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করতে আনোয়ারা থানার ওসিকে নির্দেশ দেন।

আদালতসূত্র জানায়, আসামিরা বাদীর বসতভিটা দখলে নেওয়ার চেষ্টা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত বছরের ২৪ জুন বাড়িতে ভাংচুর করা হয়। সর্বশেষ গত ২৪ মার্চ দা, লাঠিসোঠাসহ অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এতে বাদী ও বাদীর বিধবা মেয়ে রোজী আকতার জখম হয়। এসময় আসামিরা বাড়ি থেকে নিয়ে যায় মোবাইল, স্বর্ণালংকার ও নগদ অর্থ।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় এলো দুবাইয়ে মারা যাওয়া ৩ জনের লাশ, একসঙ্গে জানাজা
পরবর্তী নিবন্ধসেলাই মেশিনের খটখট শব্দে সরগরম খলিফাপট্টি