দেশের পক্ষে দ্রুততম টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি লিটনের

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৩০ মার্চ, ২০২৩ at ১০:৫১ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি ক্রিকেটে দেশের পক্ষে দ্রুততম হাফ ও রেকর্ড গড়লেন ওপেনার লিটন দাশ। প্রায় ১৬ বছর ধরে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের দখলে থাকা রেকর্ড নিলেন লিটন। গতকাল জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের টিটোয়েন্টি ম্যাচে ১৮ বলে হাফ সেঞ্চুরি করেছেন লিটন দাশ। বাংলাদেশের কোন ব্যাটারের পক্ষে দ্রুততম হাফ সেঞ্চুরি। লিটন তার পঞ্চাশ রান পূরণ করতে মেরেছেন ৫টি চার এবং তিনটি ছক্কা। এর আগের রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের। ২০০৭ টিটোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। সে ম্যাচে ২৭ বলে ৬১ রানের ইনিংস খেলেছিলেন আশরফুল। বাংলাদেশের তৃতীয় দ্রুততম ফিফটিও লিটনের ২১ বলে। গত বছর ভারতের বিপক্ষে ২১ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন লিটন দাশ। তবে গতকাল সব রেকর্ড যেন তিনি একাই ভাঙলেন লিটন। এখন টিটোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচাইতে কম বলে হাফ সেঞ্চুরি করার রেকর্ড এখণ লিটন দাশের। যদিও টিটোয়েন্টি ক্রিকেটের আন্তর্জাতিক আসরে মাত্র ১২ বলেই হাফ সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে। আর সেটি করেছেন ভারতের ব্যাটার যুবরাজ সিং। ইংল্যান্ডের বিপক্ষে তিনি মাত্র ১২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন।

গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুন শুরু করে বাংলাদেশ দল। দুই ওপেনার রনি তালুকদার এবং লিটন দাশ যোগ করেন ১২৪ রান। যা দেশের পক্ষে টিটোয়েন্টিতে সর্বোচ্চ উদ্বোধনী জুটি। আগের জুটিটা ছিল সৌম্য সরকার এবং নাইম শেখের ১০২ রানের। ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে এই জুটি গড়েছিলেন নাইম এবং সৌম্য। শুধু তাই নয় গতকালের লিটন এবং রনি তালুকদারের জুটিটা টিটোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পক্ষে যেকোন উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটি। ২০১২ সালে তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদের গড়া অবিচ্ছিন্ন ১৩২ রানের জুটিটা এখনো যেকোন উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। ২০১২ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই জুটি গড়েছিলেন তামিম এবং মাহমুদউল্লাহ।

গতকাল লিটন এবং মাহমুদউল্লাহ মিলে মাত্র ২১ বলে দলীয় হাফ সেঞ্চুরি পুরন করেছেন। যা একটি রেকর্ড। ২০১৬ বিশ্বকাপে ধর্মশালায় এই আইরিশদের বিপক্ষে ২৪ বলে ৫০ রান করেছিল বাংলাদেশ। একই সাথে এ দুজন দ্রুততম দলীয় সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন। ৪৩ বলে শতরান করে বাংলাদেশ এ দুজনের কল্যানে। আগের দিন এই আয়ারল্যান্ডের বিপক্ষে ৫৩ বলে দলীয় শতরান করেছিল বাংলাদেশ। যা ছিল আগের রেকর্ড। গতকাল সেটিও ভাঙল এদুজন। মূলত গতকাল লিটন এবং রনি তালুকদারের দুরন্ত সূচনার উপর ভর করে টানা দ্বিতীয় বার দুইশর বেশি রান করতে সক্ষম হয়। আগের ম্যাচে ১৯.২ ওভারে বাংলাদেশ করেছিল ২০৭ রান। আর গতকাল ১৭ ওভারে বাংলাদেশ করে ২০২ রান। দুই ম্যাচেই সুযোগ এসেছিল নিজেদের দলীয় স্কোর ২১৫ রান টপকানোর। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি।

পূর্ববর্তী নিবন্ধরানার্স আপ ট্রফির লড়াইয়ে এগিয়ে থাকলো মুক্তিযোদ্ধা
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫.১৪ কোটি টাকা