বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনাসহ বিভিন্ন ধরনের সুযোগ–সুবিধা দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করায় ধান ও সবজি চাষ আগের চেয়ে অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। চলতি মৌসুমে ২ হাজার কৃষকের মাঝে ৫ কেজি করে উফসী ধান বীজ, ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হচ্ছে। সরকার বিনামূল্যে যে উন্নত জাতের বীজ দিচ্ছে তা সঠিকভাবে চাষাবাদ করতে কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক খরিপ–১/২০২২–২৩ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার। উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভার মেয়র মু. মাহাবুবুল আলম খোকা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীম, বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, বৈলতলী ইউপি চেয়ারম্যান এসএম সায়েম, হাশিমপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. খোরশেদ বিন ইসহাক, উপজেলা প্রকৌশলী মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী, মৎস্য কর্মকর্তা হাসান আহসানুল কবির প্রমুখ।












